"Dover beach" in Bengali

ডোভার বিচ্
ম্যাথু আর্নল্ড (ভাবানুবাদ-সুদীপ ব্যানার্জী)

সমুদ্র বেশ শান্ত আজ রাতে,
ভরা এ জোয়ারে,সুন্দরী চাঁদ শুয়ে
প্রণালির স্রোতে;দূরে ফ্রান্স উপকূলে
আলো জ্বলে আর নেভে;এপারে ইংল্যান্ডে
পাথুরে চূড়া সব দাঁড়িয়ে,
মাথা উঁচিয়ে,আবছা অথচ বিশাল...

চলে এসো জানলায়,কি মাধুরী এ হাওয়ায়!

শুধু,জলকণারা ঝিরিঝিরি ঝরছে যেখানে,
আর জোছনা মেখে মাটি মিশছে সাগরে,
শোনো!আওয়াজ পাবে তুমি
গুঁড়ো গুঁড়ো পাথরের....

স্রোত টেনে নিয়েছিল ওদের।
আর,ফেরার পথে আছড়ে ফেলে
সাগরের খুব উঁচু পাড়ে...

শুরু হয়ে শেষ হয় বয়ে যাওয়া...
আবার শুরু হয়ে,
শব্দমুখরিত মৃদু তালে,
বিষাদের শাশ্বত সুর নিয়ে এলে শব্দরা...

বহু আগে সফোক্লিস
শুনেছিল এই সুর আজিয়ান সাগরে
আর এ সুরের ঝংকার
ফোটাত হৃদয়ে তার
কাদামাখা অস্পষ্ট ভাঁটা আর জোয়ার
দুঃখভরা মানব জীবনের;আমরাও
দূরের এই উত্তর সাগরের শব্দ শুনি
আর সেই ভাবনাই খু্ঁজে পাই...

বিশ্বাস সাগরটিও
পূর্ণ ছিল কানায় কানায়,একসময়
এ দুনিয়ার বালুচরে লেপ্টে ছিল শুয়ে
চকচকে ওড়নার মতোই...

কিন্তু এই মুহুর্তে আমি শুনছি
তার বিষণ্ণ, গা এলানো গর্জন পিছিয়ে আসছে,
নি:শ্বাস নিতে রাতের বাতাসে...
নামছে অনন্ত বিষাদঘ্ণ প্রান্তরে
উলঙ্গ টুকরো পাথরের এই জগতে।

আহ্!প্রিয়তমা,এসো আমরা বিশ্বস্ত হই পরস্পরের...
আমাদের সামনে যে পৃথিবী শুয়ে,
মনে হয় স্বপ্নের!
কি বিচিত্র, কি সুন্দর আর কতোই না নতুন।

আনন্দ,প্রেম আর আলো বাস্তবে যদি না থাকে,
যদি না পাই নিশ্চয়তা,শান্তি অথবা সান্ত্বনা বেদনায়,
নেমে আসে অন্ধকার এ সমতলে
মুছে যাব সংগ্রাম আর মারামারির এই বিপদবার্তার দোলাচলে...

বেচারা সৈন্যরা এখানে লড়াই করে
রাতের অন্ধকারে।



আরও পড়তে ক্লিক করুন নীচের লিঙ্ক
https://sudipbanerjee1982.blogspot.in/2018/01/blog-post.html?m=1


তিনটি লেখা...