kebin theke [bengali flash fiction]

 

         

        


                           কেবিন থেকে

                           

                  

                                   সুদীপ ব্যানার্জী


 একটু আগে এই কেবিনে একজন ছিল।এপাশ ওপাশ করলে বেশ শব্দ হয়।ভারি চেহারা।উনি ২০৭ ।আমি ২০৮।মাত্র তো একঘন্টার সকাল।আজ রিমঝিম প্রতিদিনের মতোই এসেছে।পাশের কেবিনে কেউ এসেছিল কি?আসলে চোখ লেগে গিয়েছিল।ভিজিটিং আওয়ার যে শুরু হয়ে গেছে বুঝতে পারিনি।আজ নিয়ে তিনদিন এখানে।সময় কাটতে চায়না।সকালের ভিজিটিং আওয়ার শেষে আবার অপেক্ষা বিকেলের।এরমধ্যে ডাক্তার,নার্স,টেস্ট,মেডিসিন,মাপা খাওয়াদাওয়া আর অসহ্য নীরবতা।পাশের কেবিনে যিনি আছেন ,বোধহয় খুব শরীর খারাপ।পুরুষ না মহিলা জানিনা।তবে নড়াচড়ার শব্দে বুঝি আমার পাশে একটা মানুষ অন্তত আছে।রিমঝিম ছোট্ট টাইমপিস দিয়ে গেছে একটা। ১১টা বাজলেই পাশের কেবিনের ছটফটানি বেড়ে যায়।কেন জানিনা।বিকেলে ভিজিটিং আওয়ার শুরু ৬টায় ।৭-৩০ পর্যন্ত।অফিস থেকে রিমঝিমের আসতে প্রায় ৭টা।পাশের কেবিনে রোজই ভিড় ।পরপর আসেন অনেকে ।বুঝি।আজ এখন ৬টা ১০।পাশের কেবিন চুপচাপ। সাতটা পাঁচ। 'কাল তোমাকে ছেড়ে দেবে।আমার কথা হয়ে গেছে।আফটার টু উইক্স ,একবার চেক-আপ করে নিতে হবে'।এই হল রিমঝিম।সব কিছু গুছিয়ে করতে ভালবাসে।চেপে ধরলাম ওর হাত।গভীর চোখে রিমঝিম আবার শুরু করলো,'আজই ছেড়ে দিতেন তোমায়। নীচে ঝামেলা চলছে পেশেন্টপার্টির সাথে ।তাই আজ রাতে আর ডিসচার্জ করতে চাইছে না।আসলে,তোমার পাশের কেবিনে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে দুপুরের দিকে।'।




google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0



তিনটি লেখা...