এবার তিন (EBAR TIN)


হ্যাংলা
সুদীপ ব্যানার্জী




এই যে আমি দোলাচল ভুলছি
অভ্রের চেয়ে চকচকে কপালে পাউডার বুলোচ্ছি
আর চায়ের এঁটো কাপ থেকে প্রতিফলন সেঁকছি
এসব ইতিহাস শেকড়বাকড় মাদুলি হয়েছে ঘড়িতে

বিফলে টাকা ফেরতের গল্পটা শেষ হয়নি এখনও
আঙ্গুঠাছাপ কাগজ টিপ পরবে
আমার ধ্যাবড়া অস্তিত্বকে স্যালুট করবে

জানেমন এ কোনও নাবালক আবদার নয়
মাঝবয়েসী হ্যাংলামি





   দেওয়াল লিখন কিংবা গ্রাফিটি
-----------------------------------------------------
সুদীপ ব্যানার্জী

বাঁকাট্যারা ইজ্জৎ নিয়ে লোফালুফি

লোপ্পা ক্যাচ কুঁকড়ে মাইরি অবাক দুলহন দেখি

সাপ্টে ধরে থাকি চেকনাই লাগা পেট

সেঁধিয়ে ডার্কনেস ঘেরা চত্বরে সিটি মারছি

উরিব্বাস কিছু তনহা খাল আটকে  উবু বসে

"হায় বেবি" ঠাকুর না স্কেলিটন বুলোই

কিল মারলে মরদ আমার খিদে জুটে যায়

বস্ শুধু দু-টাকা কেজি অন্ন পাঠাও রেডিমেড

স্ট্যান্ডফ্যানে ওড়না জড়িয়ে ঝুলবো




   অজুহাত
সুদীপ ব্যানার্জী

জবাবদিহিতে আঁচল দিয়ে ঘাম মুছে যা

আবার খেলনা হারালে ছেলেবেলার

এইবার আমি ঠিক কেঁদে উঠবো সোনা

বার বার অবহেলায় চুপ করে থাকা

ঈশ্বর সহ্য করার সীমানায় কমা -বাড়া রেখো না

আপার লিমিটে লোয়ার লিমিটে দুব্বো ঘাস

খেলনাটা স্বপ্নে গোল চিবুচ্ছে একমনে

এ সময় পিছু ডাক শুনলেও ফিরে এসো না

প্রতি শণিবার ধুপ জ্বালানোটা  অভ্যাস...


   
সুদীপ ব্যানার্জী
               ধণিয়াখালি,হুগলী।                

google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0

তিনটি লেখা...