দর্শন বানান ঠিক করুন তারপর বাজার নিয়ে ভাববেন (DORSHON BANAN THHIK KORUN TARPOR BAJAR NIYE VABBEN)



   দর্শন বানান ঠিক করুন তারপর বাজার নিয়ে ভাববেন
------------------------------------------------------------------------------


                        [এক ]


কাঠকুটো  রেখে দাও   শিরশিরে হিম নামতো  বন্ধুর  সাথে সেই সন্ধ্যায়
কুচো খড় ধিকিধিকি গরমে  রাস্তার চেনা  আঁকাবাঁকা  বয়ে 
ছুঁয়ে  রেখেছে দুজোড়া দস্তানা  পরম চাদরের  শীতস্নেহ 
পেলব আংরা  ধরে নাও সেই কাল কী যত্নে রেখেছিলে  বাঁধনের কেয়ারি



এখন সকালের হাতে  নির্ঘন্ট  মিলিয়ে নিতে  নিতে পাশ থেকে প্রজাপতি উড়ে আসে
রঙিন সেলুলয়েড স্ক্রীন থেকে একটা ছোঁয়াচ সাজানো বাগানে  ভিস্যুয়াল  ছড়াছড়ি


কোলাজ জুড়তো  যে ছেলে অপারের অলৌকিক ঢুঁড়ে ঢুঁড়ে 
পেট্রোল আর ডিজেল সন্ধানী  সে 
খনির উপাদান ঘেঁটে  সেই শিল্পী জীবাশ্ম হতে হতে 
চাপা পড়ে পাথরে  শুয়ে থাক ছাপছাপ কল্পনায়



কুয়াশা বুকে ছেলেবেলা বন্ধু নতুন  হয়েছে পাড়ার মোড়ে


          








                 [দুই]

 এই চঞ্চল ভেবে নেওয়া বিকেলে স্থির বলতে আছে কিছু ন্যাড়াগাছ

ঝরে গেছে ভাবো যদি শুধু  সবুজের  ছালছেঁড়া পাতা

 আয়নায় দেখি  শুকিয়ে এসেছে বিলাসী ত্বক

 লোমহীন ক্ষয়  ঘিনঘিন  সময়ে জ্যোতি ছাড়া বিম্ব

ডিসেম্বর  আনে যে  ঋতু  ভয়  পেতো তাকে আমার মৃত মা





              







          [ তিন ]

পিকনিকের দিন টিফিনবাক্সে গোটা সংসার ঢুকে যায়

সংসার মানে ওই আমরা কজন 

খুশি,মুক্তি, এলোমেলো  হাওয়া,গরম কফি

বিত্তবান সময় সেসব 

এখন গরীব অন্তর  মেলা হয় মিলনের

 আমিও কিনেছি হটপট

অনেকক্ষণ গরম থাকে সুখের বাক্সগুলো

   



                   

                                              সুদীপ ব্যানার্জী 
                     

                                                 ধণিয়াখালি                       

google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তিনটি লেখা...