ULOT PURAN .COM
personal Blog
[ thoughts wonderful or not, need to be shared ...and sharing in your own mother-tongue is the best gift that one can have]
BLOGGER - SUDIP BANERJEE
আপেল খান হে প্রভু
সুদীপ ব্যানার্জী

ছিন্ন করে দাও সব বেড়া
আমার চতুর্ভুজ অস্তিত্বে
উড়ন্ত কিছু সীগালের ওঠানামা
বরদাস্ত করবো না জাঁহাপনা
#
গ্রেটার করিডরের মনোপলি
আর পাশের বিল্ডিং এর ডলিকে চিঠি লেখার আগে
পার্বত্য এলাকা থেকে তুলে আনবো
কিছু রঙীন মস,প্রজাপতি আর রডোডেনড্রনের রেকমেন্ডেশন
#
অযথা পাশবালিশে দু পা জড়িয়ে
কিশোর স্বপ্নে ভুগবো না
শুধু আকাশের দিকে তাকিয়ে
ভ্যাবলা হয়ে ঘুমিয়ে পড়বো কাঁথাস্টিচের বেদনা ভুলতে
#
চাহিদার দেশে চেয়ার যে রিভল্ভিং
গুস্তাকি মাফ হুজুরে-আলা
মধুশালায় এ পরিবর্তন
সব চেনা সম্রাটেরই কুদরতি করিশ্মা
ন্যাচারাল...খ্যাপায় না...
#
কচকচ করে আপেল খান হে রাজন
শশার গতরে কামড় বসান চুপচাপ
কোনও দপ্তরী ফুটনোটে লিখে রাখবে না
আপনার সাথে শোওয়া শরীরদের নাম
#
.আপনি শুধু আম খান
আঁটি গুনবেন না প্রভু
মোসাহেবির কসম,সে দায়িত্ব আমজনতার...