খোলসের সাতকাহন (kholoser satkahan)

খোলসের সাতকাহন

 ***********************


google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0

নগন্য করে যেও হাত ধরে সরাসরি। বিকেল ত্যাগ শেখায় আমায়... বিচ্ছেদের কালশিটে মাখা আকাশ কয়েক পোঁচ রক্তে কী অপূর্ব টোকে নিজস্ব ক্যানভাস।গরীব হয়ে যাওয়া বাবা ক্রেডিট কার্ডে পিন নাম্বার সেট করো "অসহায়"... দুনিয়ার সব কনকচাঁপা না ফোটা বসন্তে গেয়ে যাও কুহুলেখা প্ল্যাটফর্ম।স্টিম ইঞ্জিন কেকা বাজাতে বাজাতে বাতাসিয়া লুপ পেরোলে সমতলে ঝরে পড়ে সৌম্য,শান্ত বৌদ্ধস্তুপ...ফুটপাথজোড়া স্নিগ্ধতা...তিব্বতি রিফিউজির মতো ধর্মচক্র ঘোরাতে চাই...ক্লকওয়াইজ ঘুরছে না প্রতিদিন...উল্টোর পথ ঘষটাতে ঘষটাতে রোজ জ্বলছে ৪২ ডিগ্রি সূর্য...মোলায়েম ক্ষত চুলকে ফেললে প্রার্থণা পলিটিক্স... প্রজাপতি ডানা মেলি এ ফুল ও ফুল... শুকনো বুক থেকে মধু ছিনিয়ে নোনতা করে যাই গর্ভাশয়,বিলীন গরিমাতে হাসি খুলে ফেলছে বাগান,অসহায় পিতৃপক্ষ তর্পনে দূষিত করে যায় আদিগঙ্গার ঘোলাটে প্রবাহে...



 এসবের মাঝে ডেকে নাও লজ্জাবতী পাতাদের...ছেঁটে ফেলার এক মেশিন কুচকাওয়াজ করার আগেই ওদের অনুভূতি বন্ধ্যা হয়ে যাক...বখাটে খেয়ালে স্লোগান মেখে নিতে প্যাকেটে পুরে দাও প্রতিবাদী আবির...জলে গুলে আগুন পিচকিরি ছিটিয়ে দাও এ পাতা থেকে ওপাতার সুখ সুখ দাম্পত্যে।আর একটা নতুন ধুন, ধাক্কা খেয়ে পাথরে ভাইরাল হোক প্রতিধ্বনি...শব্দ,সমুদ্র,সময় ভেসে গেলে সমান্তরাল প্রবাহে, পাখি হয়ে যাও সস্তা নুলিয়া টায়ার...বাঁচার সাঁতার ক্র‍্যাশকোর্স করেনি... মেশিনারি বেছেছো জয়গাথা....ক্রমাগত ফাঁকা হতে হতে অফুরন্ত গর্তে দুটো গাছ লাগালে চাতাল...প্রিয় খাটে পা নাচিয়ে এই গরমকাল কেটে যাক...আসছে বর্ষায় রেনকোট বিলি করবো না দায়বদ্ধতা,ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছে ডে-ড্রিমিং...নিষ্পাপ দুটো সাদাফুল দেবতার জন্য তুলে রাখা...বাকীসব পতাকা করে মিছিলে নামাবো আমি...       



      google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0

তিনটি লেখা...