এবার সাত [ebar saat]

                                এবার সাত [ebar saat]





 অভ্যাস  

°°°°°°°°°°

নীরবতার দোহাই দিয়ে
ফাঁকি অভ্যাস হয়ে আছে ঝিলের সব মাছের

সবুজঘাস,দু-পশলা কান্নাজল
আর বাবুঘাটে লঞ্চের বিষন্ন নোঙর
চোখের আরাম

এ কথা বলতে গ্যালেই
এ্যাকোয়ারিয়ামের মাছগুলো 
ক্যামন ঘুমিয়ে পড়ে

খোলাচোখে এভাবেই যদি থাকা যেতো 

এই জেগে আছি আছি মনে হচ্ছে
শুয়ে পড়েছি বইহাতে
স্বপ্নে খুব পড়ছি
অনেক বড় হয়ে গেছি
মাথা দুলিয়ে রিসার্চপেপার পড়ার আগে
হাত মিলিয়ে যাচ্ছে বন্ধুরা
মাধবী একটু বেশীই ফাজিল
কান টেনে ধরছে
নিষ্পলক তন্দ্রা ভাঙছে
বাবা কান ধরে বলছে
"ঘুমোচ্ছিস হতভাগা ৷ 
সে আর এ জন্মে হওয়ার নয়ন 

গোল্ডফিশটাও নড়ছে না
          





অবান্তর

----_--------------_---------

অবান্তর কথারা ঝুলে আছে থোকা থোকা 

নাগালেই

আঙুরক্ষেত আর ক্ষুধার্ত শেয়ালের ব্যবধান

নতুন মলাট 

ঈশপের নীতিমালা
বয়ে যায় প্রিয় গাটার

গোনা শেষ হয়নি আজকের জপমালা






আশংকা


-----------------

আদর ছাড়াই করলাগাছটা বাড়ছে
ভাঙা রোদ।দানের জল আর অনিচ্ছুক মাটি...

হলুদ ফুলে দোলা লাগা নিরপেক্ষ হাওয়ায়

ছোট ফল সবুজে সবুজ

আমার মেয়েও এখন তেরো

আশংকা তাই দ্বিগুন



ঝাপসা 

------------

ফুলগাছ লাগাতে বেশ লাগে
সদ্য চারাপ্রাণ ক্যামন মাটির সাথে জুড়ে যায়
রোদ জল অন্ধকার নিয়ে যৌথপরিবার

এরপর বেড়ে ওঠা আর ছড়িয়ে যাওয়া

এ্যালবাম দেখে স্মৃতি হাতড়াই
"এ তোমার দিল্লীর দাদু,ইনি কলকাতার"





একবার এক্তিয়ার বুঝে নিন

-----------------------------------------

" Good fences make good neighbours."

এক্তিয়ার শিখতে গ্যালে একটা নদী চাই
আর  ঘুমচোখ শহরের বাইপাস

ধরে নাও পাশাপাশি বসে নেই কেউ

তিরতির করে 
হেডলাইটের পর হেডলাইট
ছুঁয়ে ছুঁয়ে পেরিয়ে যাচ্ছে
লাল সিগন্যাল   

বেপরোয়া গতি

পলির মতোই জমে আছে রাস্তা জুড়ে
সংসারের এপার ওপার

সঞ্চয় বলতে এই

গালেহাত রেখে
ঝাপসা সকাল

দেওয়ালে ডিসটেম্পার বুলিয়েও দেওয়া যায়

অথবা

কাঁটাতার 

প্রতিবেশী রাষ্ট্র। বর্ডার।


  

               মেনু

        ---------------------

                 (১)

   রাতভরা খোলস ছাড়াই হিমঘরে
   শপথের বুক ঠুকে
   কান্না ছিনিয়েছে বাজচোখ

   ছোঁ মেরে একচক্কর 
   জীবন লেখো
    মৃতজীবী ঈশ্বর ----------

                   (২)

   ঠিকঠাক মরে গ্যালেই ভাগাড়
   খাবলা খাবলা লাশ পক্ষীরাজের

   আশ মিটিয়ে খাই গাণ্ডেপিণ্ডে
   ডিনারে।চিবিয়েই-----------

               (৩)

   পুষ্টি চ্যাপ্টারটাও ইম্পর্ট্যান্ট
   কিছু ছোটপ্রশ্ন।লাল দাগ।

   বাঁচা অর্ডার করলাম স্টার্টারে -----


  

হাইওয়ের গানগুলি -- 

-----------------------------
     (১)

সহজ নয় হাইওয়ে বরাবর লিখে চলা

তন্দুর থেকে শিকে গেঁথে তুলে ফ্যালা রুটির গল্প

পোড়াদাগগুলো থেকে খুঁটে নেওয়া চিহ্ন 
ফেলে দেওয়া বেশী বেশী ভালবাসাবাসির অপরাধ

ডিভাইডারে রক্তের দাগ 
অ্যাক্সিডেন্টের গূঢ় অর্থ শিখছি

   (২)

খবর হতে চেয়েছে  যবে থেকে
পেপার পড়া ছেড়েছে পেট্রোলপাম্পের পাশের পাড়া

তেল-ডিজেলের গন্ধ থামিয়ে ওখানে এখন জুঁই

শালীন অশালীন মেঘ 
হেডলাইটে পূর্ণিমা নামছে থেমে থেমে

এরম্ প্রান্তরেই উর্বশী নামে 
ধাবার খাটিয়ায় দেশওয়ালি হাভেলি
তৃপ্তির চোঁয়া ঢেকুর তখন 
একটা গোটা ৫০০র নোট



সুদীপ ব্যানার্জী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তিনটি লেখা...