পথছাপ (pathchhap)


   

     পথছাপ (কবিতাগুচ্ছ)

------------
google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0
                                                                                              




 (১)

উল্টে যাক পথছাপ সিগনাল লাল আলো
শুধু টর্চ হাতে রেখে দূর নিশান তোমাকে
ডেকে নিয়ে চলে যাব লোকহীন আস্তানাতে
ধমকের লালচোখ ভুলে যাও সে ভয়াল

যে রাস্তাটি চেনা ও আধো আধো শুকনো
পড়েনি চাপ চাপ মৃতখেয়ালের রক্ত
তারপাশে মিনার কবেকার আদিপ্রেমের
হেঁটে পেরোনোর জায়গা আমার




    (২)

এসব এখন নেহাতই বাহুপাশ শিথিলে জড়ানো
পেয়ে যত্নের গ্রাফ ছুঁয়েছি বাঁধন আধখোলা
রঙেরই বাহার ভেজানো কাগজে প্রিয়স্থান
চেনাজানা ফ্ল্যাটের কোটর "প্রিয়"লেখে চিঠিতে

কী বলে ডাকবে আমায়
ভেবে ভেবে নিভে যাবে ছায়াদেওয়া রোদ
বাজিয়ে গুনগুন অসুখীর একতারা
পাতালের যানজট রুখে দিও




    (৩)

যে যেদিক থেকেই আসুক ডেকে নিও

হাইরোডের নিরিবিলি সুন্দর
চুপচাপ বসে থাকা,দূরে ঘনঘন হর্ন বাজে
পরপর জুড়ে নিলে সানাই
বিয়ের সময় নহবত বসেছিল
ঝলমলে আলো, গেট,গান
বড্ড হল্লার মাঝে চিনে নেওয়া জীবন

এখানেও রাত নামে,আলোর কারুকার্য
হেডলাইট,হলুদ,সাদা,বর্ণালি খেলে যায়
আমিও নববধূবেশে নিমেষের অপেক্ষায়
সে রাতে যে হাত ধরেছিলো আমি তার বধ্য


   


সুদীপ ব্যানার্জী
মেইল -- sudip.banerjee1080@gmail.com
photo courtesy - Megha Banerjee
                           Internet

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তিনটি লেখা...