ফ্রিতে ঘ'টা একটি গল্প

ফ্রিতে ঘ'টা একটি গল্প

সুদীপ ব্যানার্জী





ধরা যাক দু্'টি চরিত্র।এই মুহুর্তে চরিত্রগুলি একটি ঘটনা ঘটাতে চলেছে।প্রশ্ন করতেই পারেন,চরিত্রেরাই ঘটনা ঘটাচ্ছে, না কি পর্দার আড়াল থেকে কেউ সূতো নাড়ছে?না...না...আপনি ঈশ্বর টিশ্বরের কথা যে বলেন নি --তা আমি বুয়েছি বাওয়া।যদি বলেন গ্রামের মেলায় ধুলোটুলো মেখে আঙুলের কারসাজিতে পুতুল নাড়িয়ে গল্প বানাবো --তাহলে বলি,এরকম সরল সাদামাটা থেকে বেরিয়ে আমার গল্পের চরিত্ররা ভীষণ রকম শহর ঘেঁষা হোক ---এটাই চাই আমি।বাস্তব ছুঁতে গেলে শহরই ভাল।যাক,আমি ধরে নিলাম এই গল্পের প্রথম চরিত্রটি আপনি।কি রেডি তো?দ্বিতীয় চরিত্রটিও আপনার হাতে ছেড়ে দিলাম।আরে বাবা, চরিত্রদের একটু স্বাধীনতা না দিলে গল্প গল্প লাগবে তো সব।তবে আপনি এ স্বাধীনতার সদ্ব্যবহার করতে পারবেন কি পারবেন না---তার ওপর নির্ভর করছে আমার গল্প---এটা একটু মাথায় রাখবেন,প্লিজ। ধরলাম পারলেন।আবার পারলেন নাও।গল্পের স্বার্থে এই আপনার পারা না পারা অবস্থায় ঝুলে না থেকে,চলুন এটাকে স্বপ্ন ভেবে নিই।ভোরবেলার স্বপ্ন বলতে চাইছেন?বেশ তাই হোক।তাহলে আপনার হাতে এখন আপনি আর আপনার পছন্দ করা চরিত্র।এবার স্থান নির্বাচন।স্থান না হলেও চলবে যদিও।যাত্রা যাত্রা লাগবে বলছেন?বেশ, বলুন, কেমন জায়গা আপনার চাই?পার্ক?না...বড্ড কমন।ছাদ?না...না...অহেতুক পাশের থেকে কে উঁকি মারবে।
হোটেলের কেবিন?বলছেন কি মশাই, এ গল্পের জন্য একটি রেঁস্তও আমি খসাবো না।ধুর মশাই,জায়গা বাদ দিন...দু'জন পাশাপাশি বসা গেলেই হবে।স্টেশনের সিমেন্টের বেঞ্চ হলে কেমন হয়?না...না...হাওড়া-শ্যালদা না।এই গল্পের জন্য আমি প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারব না।মোটামুটি ফাঁকা দেখে একটা স্টেশন চাই যেখানে ভিড় কম।শহর থেকে দূরে।কিন্তু গ্রামের কাছেও নয়।এরকম একটি স্টেশনই ঘটনার অকুস্থল।স্টেশনের নাম ধরে নিলাম"ক"।তা আপনি আর আপনার সিলেক্টেড চরিত্র বসে পড়ুন পাশাপাশি।দুমদাম-ধ্রুমগ্রুম করতে করতে একটি এক্সপেস ট্রেন পেরিয়ে যাচ্ছে স্টেশন।আপনার পাশে বসা চরিত্রের ঠোঁট নড়ছে।আপনাকে কিছু বলতে চাইছেন উনি।আপনি শোনার চেষ্টা করেও পারলেন না।ট্রেন চলে গেল।সব চুপচাপ।দ্বিতীয় চরিত্র আপনার কাছে ক'টা বেজেছে জানতে চাইলেন।আপনি ঘড়ির দিকে তাকালেন---আর আপনার মনে পড়ে গেল "এই যাঃ,গল্পের সময় তো ঠিক করা হয়নি"।তা গল্প হচ্ছে,আর তার সময় থাকবে না?আপনার মনে হতে পারে গল্পের প্রয়োজনে সময় কি খুব দরকার?সময় না উল্লেখ করলে ঘটনাটি কি পালটে যাবে?আমি মশাই ফ্লেক্সিবল।যা বলবেন... তাই।বেশ,ধরে নিলাম এখন সকাল।কি বলছেন?সকালটা ম্যাড়মেড়ে লাগছে?ও.কে।এখন বিকেল।কি বলছেন?আবার বৃষ্টিও চাই?এরপর বলবেন ছাতা চাই...তারপর বলবেন চা চাই...তেলেভাজা চাই...কদম গাছ চাই...দাদা এ গল্পে স্বাধীনতা ছাড়া আর কিছু ফ্রিতে দেওয়া হবে না।বেশ অভিমান করতে হবে না।দিলাম বৃষ্টি।তবে নগদে নয়।বৃষ্টি হয়ে গেছে।চতুর্দিকে কাদা।আপনি আর আপনার পাশের জন বিকেলে স্টেশনের বেঞ্চে বসে আছেন।মেঘের আড়াল থেকে জেনুইন আলো ঠিকরে পড়ছে।মন কেমন করা পরিবেশ।কি? সোঁদা গন্ধও চাই?ধুর মশাই,একটা রিয়েলিটি মার্কা গল্পও লিখতে দেবেন না নাকি?অনেক আবদার শুনেছি...দিলাম গন্ধ...তবে খোলা ড্রেনের...বৃষ্টি পড়ে গন্ধ একটু তীব্র হয়েছে মানলাম...কিন্তু বস্ একটু সহ্য কর।গল্প শেষ হলে কিচ্ছু থাকবে না...আই প্রমিস।ও.কে.যেখানে ছিলাম(ধরে নিলাম আপনি এখনও গল্পটি পড়ছেন)...দ্বিতীয় চরিত্র প্রথমকে(আপনাকে)জিঞ্জাসা করলেন,"ক'টা বাজে?"।একটু বিরক্তি ভাব যেন চোখে মুখে ফুটে উঠলো পাশের জনের।নিরাসক্ত উত্তর,"৪টে ১৫"।দ্বিতীয় জন একটু যেন ব্যস্ত হয়ে উঠলেন।একবার তাকালেন পাশে বসা মানুষটার দিকে।তারপর উঠে দাঁড়ালেন।"আপনি আপ না ডাউন?"প্রশ্ন শোনা গেল।দু'দিক থেকে ট্রেন ঢুকছে।দু'টি চরিত্রই এখন দাঁড়িয়ে।কে যেন বলে উঠলো,"ডাউন।আপনি?"।দুজনেই ট্রেন ধরার জন্য ছুটছেন।দূর থেকে কার গলা ভেসে এলো,"আমি আপ।"।

google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তিনটি লেখা...